করোনা সংক্রমণ : বেসিক ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখা লকডাউন

প্রকাশিতঃ 9:12 pm | July 05, 2020

কালের আলো সংবাদদাতা:

করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগের সংক্রমণ দেখা দেওয়ায় বেসিক ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখা লকডাউন করে ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৫ জুলাই) বেসিক ব্যাংকের শাখা তদারকি বিভাগের উপ মহাব্যবস্থাপক মো. মাহাবুবুল আলম স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

শাখার কর্মকর্তা-কর্মচারীসহ গ্রাহকদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে শাখাটি লকডাউন করা হয়েছে।

জানা গেছে, এ শাখার ব্যবস্থাপকসহ সাত জন কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তারা গাজীপুরসহ রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও নিজ বাসায় চিকিৎসাধীন।

কালের আলো/এসডি/এমএম