রাশিয়া বিদায় নিলেও, বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন পুতিন

প্রকাশিতঃ 4:59 pm | July 11, 2018

স্পোর্টস ডেস্ক, কালের আলো: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

কোয়ার্টার ফাইনাল থেকে ক্রোয়েশিয়ার কাছে হেরে রাশিয়া বিদায় নিলেও এত মনক্ষুন্ন তন প্রেসিডেন্ট।

ক্রেমলিনের এ মুখপাত্র বলেন, ‘ রাশিয়ার ম্যাচ চলাকালে প্রেসিডেন্ট মাঠে উপস্থিত হননি বলে এই নয় যে তিনি দলকে উৎসাহ যোগাননি। তিনি আমাদের দলকে সর্বোচ্চ সমর্থন দিয়েছেন। তিনি সার্বক্ষণিকভাবে জাতীয় দলের কোচ স্তানিসলাভ চেরচেসভের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন, দলকে উৎসাহিত করেছেন এবং সব খবরাখবর নিয়েছেন।’

ফাইনালে রাশিয়া প্রেসিডেন্ট উপস্থিত থাকবেন বলে জানিয়ে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন এবং সমাপনী ম্যাচেই প্রেসিডেন্টের মাঠে উপস্থিত থাকার সূচি নির্ধারণ করা হয়েছে। আশা করছি সূচি অনুযায়ী সমাপনী ম্যাচের সময় তিনি মাঠে উপস্থিত থাকবেন।’