তবুও ‘প্রচারবিমুখ’ আইজিপি জাবেদ পাটোয়ারী!

প্রকাশিতঃ 12:04 am | July 17, 2018

অ্যাক্টিং এডিটর, কালের আলো :

তিনি দেশপ্রেমিক পুলিশ বাহিনীর প্রধান। তাঁর কাজের পরিধি বিস্তৃত। যতক্ষণ অফিসে থাকেন ততক্ষণ ফাইল ওয়ার্ক তো আছেই। এর পাশাপাশি পুলিশের বিভিন্ন কর্মকর্তা কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাক্ষাত প্রার্থীদের সঙ্গে একের পর এক সাক্ষাতও দিতে হয় তাকে।

জনস্বার্থকেই তিনি সর্বোচ্চ গুরুত্ব দেন। আর এই কারণেই নির্ধারিত সময়ের বাইরেও অতিরিক্ত সময় অফিস করতে হয় তাকে। ডে-নাইট দম ফেলারও কোন ফুরসত নেই। তবুও এই ব্যস্ততাকে উপভোগ করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)। বিবেক আর মনের তাগিদেই ‘অ্যাকশন’ আর ‘কাজের শেকলে’ নিজেকে বেঁধেছেন।

হৃদয়বান ও সৎ এই পুলিশ প্রধানের প্রধান টার্গেট বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে পুলিশ বাহিনীকে নিষ্ঠা ও সততার পাশাপাশি আরো উন্নত, পেশাদার ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা। বিশেষ করে সমাজ থেকে অপরাধ নির্মূলে জনসম্পৃক্ততার মাধ্যমে জনবান্ধব পুলিশ গঠনে তাঁর আন্তরিকতা প্রশ্নাতীত।

সময়কে ধারণ করে নতুন নতুন ভাবনা-চিন্তার মিশেলে এসব কর্মযজ্ঞ সম্পাদন করতেই রাত-দিন নিজেকে সক্রিয় রেখেছেন পুলিশের ‘প্রচারবিমুখ’ ও মৃদুভাষী এই সর্বোচ্চ কর্মকর্তা।

পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক ছিলেন ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বিসিএস পুলিশের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। সাদা মনের মানুষ জাবেদ পাটুয়ারী পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৬ সালে। সম্মিলিত মেধা তালিকায় তার অবস্থান চতুর্থ এবং পুলিশের এই ব্যাচে প্রথম। মেধাবী ও পেশাদার এই পুলিশ কর্মকর্তার কাছে সততার পাশাপাশি পেশাদারিত্বই মুখ্য। ৩২ বছরের বর্ণাঢ্য চাকরি জীবনে এমন নজিরই স্থাপন করেছেন চাঁদপুর সদরের এই কৃতি মানুষ।

বঙ্গবন্ধুর জেলজীবনের ওপর লেখা গ্রন্থ ‘কারাগারে রোজনামচার’ বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের মন জয় করেন ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত এসবির রেকর্ড রুমে বঙ্গবন্ধুর বিষয়ে ৬৬ হাজার ক্লাসিফাইড গোয়েন্দা তথ্য বিশেষভাবে সংরক্ষণে কার্যকরী উদ্যোগ নেন। মুক্তিযুদ্ধের চেতনার অনুসারী এই পুলিশ প্রধানের বাবাও ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের মানুষ।

আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মনে করেন মানুষ বিপদের সময় পুলিশের কাছেই সাহায্যের জন্য আসে। এজন্যই প্রতিটি পুলিশ সদস্যকে সেবা ও মানবিক আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। দায়িত্ব পালনের সময় গুরুত্ব দিতে হবে মৌলিক অধিকার, মানবাধিকার এবং আইনের শাসনকে।

পুলিশ প্রধানের বিশ্বাস- বিশ্বনেতা শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।

আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর জীবন ছকে বাঁধা। প্রত্যুষে ঘুম থেকে ওঠে নামাজ শেষে কোরআন তেলাওয়াত করেন। এরপর সাত সকালেই চলে আসেন পুলিশ সদর দপ্তরে নিজ কক্ষে। এরপর বিভিন্ন অনুষ্ঠান কিংবা অফিসেই দাপ্তরিক সব কাজকর্ম সম্পাদনের পাশাপাশি জনসেবার মানসিকতা নিয়েই কাজ করেন।

তাঁর দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশ বহির্বিশ্বেও ব্যাপক প্রশংসা অর্জন করেছে। মানসিক গঠন পরিবর্তনের মাধ্যমেও সুনাম কুড়াচ্ছে পুলিশ। ‘সমাজবান্ধব’ এক পুলিশ বাহিনী উপহার দিতেই নিরন্তর ছুটে চলেছেন ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

কালের আলো/এমএইচ/এএ