আমিনুল ওএসডি, স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার পরিচালক ফরিদ
প্রকাশিতঃ 3:12 pm | July 23, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. আমিনুল হাসানকে ওএসডি করা হয়েছে। আর নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. ফরিদ হোসেন মিঞা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (এমবিডিসি) ও প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. ফরিদ হোসেন মিঞাকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) হিসাবে বদলি করা হলো। আর আমিনুল হাসানকে ওএসডি করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে বদলিকৃতদের কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
জানা গেছে, অনুমোদনহীন হাসপাতাল রিজেন্টের সঙ্গে চুক্তির বিষয়ে আমিনুল হাসানের দিকে অভিযোগের আঙুল ওঠায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমিনুল হাসান গত ২১ মার্চ রিজেন্ট হাসপাতালের চুক্তি বিষয়ক চিঠিতে লিখেন, সচিব স্যারের নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়।
এর আগে গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ পদত্যাগ করেন।
কালের আলো/কেআর/এমবিএস