‘রাজনীতিতে এখন জাতীয় পার্টিই ফ্যাক্টর’

প্রকাশিতঃ 7:21 pm | January 06, 2018

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:

জাতীয় কিংবা ক্ষমতার রাজনীতিতে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিই এখন বড় ফ্যাক্টর বলে মন্তব্য করেছেন দলটির ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি জাহাঙ্গীর আহমেদ।

শনিবার বিকেলে ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির উদ্যোগে দলটির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর বলেন, জাতীয় পার্টি অতীতের যে কোনো সময়ের চেয়ে সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী। দলের নেতা-কর্মীরা এইচএম এরশাদ ও রওশন এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ। জাতীয় পার্টিকে মাইনাস করে কোনো দলের ক্ষমতার মসনদে বসার সুযোগ নেই। রাজনীতিতে এখন জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।

এদিন বিকেলে নগরীর ফায়ার সার্ভিস রোডে বিরোধীদলীয় নেতার বাসভবন ‘সুন্দর মহলে’র সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নতুন বাজার, গাঙ্গিনারপাড়, স্টেশন রোডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে ফের সুন্দর মহলের সামনে গিয়ে শেষ হয়।

মহানগর সভাপতি জাহাঙ্গীর আহমেদের নেতৃত্বে কর্মসূচিতে দলটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সেলিম, সদর উপজেলা সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মহানগর যুব সংহতির সভাপতি হাজী হারুন, জাতীয় পার্টির নেতা ওয়াহিদুজ্জামান আরজু, জেলা ছাত্রসমাজের সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় ময়মনসিংহ সদর উপজেলার আশপাশের ইউনিয়ন ছাড়াও মহানগরের ওয়ার্ডের নেতা-কর্মীরা যোগ দেন।