মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচী

প্রকাশিতঃ 9:29 pm | July 26, 2020

কালের আলো সংবাদদাতা:

মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বৃক্ষ রোপণ কর্মসূচী নিয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল হাসান।

‘মুজিব বর্ষের অঙ্গীকার ৩ টি করে গাছ লাগান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ভালুকা উপজেলার ৮নং ডাকাতিয়া ইউনিয়নে ২য় বারের মত বৃক্ষ রোপণ করেন তিনি।

রোববার(২৬ জুলাই) বিকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের হাজী আহসান উদ্দিন মডেল স্কুলে এবং রাস্তার দুই পাশে গাছের চারা রোপণ করে কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ডাকাতিয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাবুল, ভালুকা উপজেলা যুবলীগ সদস্য সোহেল রানা, ডাকাতিয়া ইউনিয়ন ছাএলীগ সভাপতি মোঃ আল-আমীন মন্ডল, মাহমুদুল হাসান আকাশ, মাহমুদুল শাওন, মেহেদী ফিরুজ, রাসেল, শামীম প্রমুখ।

কালের আলো/এসবি/এমআরকে