দৈনিক জাহানের সম্পাদক রেবেকা ইয়াসমিন আর নেই
প্রকাশিতঃ 11:38 pm | July 27, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক জাহান’র সম্পাদক অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ডেডিকেটেড কোভিড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্র জানায়, গত ২৬ জুন স্ট্রোকজনিত কারণে প্রথমে তাকে সিবিএমসিবির আইসিইউতে এবং চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয়বারের মতো স্ট্রোক হলে গত ১৮ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
এরপর সেখানে ১৯ জুলাই তার করোনা পজিটিভ হলে তাকে মমেকের ডেডিকেটেড কোভিড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিক ছিল বলে জানা গেছে।
অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে সংবাদপত্র জগতের পথিকৃৎ ও বহুল প্রচারিত দৈনিক জাহানের প্রয়াত সম্পাদক বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান শেখের সহধর্মিণী। স্বামীর মৃত্যুর পর তিনিই পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কালের আলোর সম্পাদক ও প্রকাশক, দৈনিক ইনকিলাবের স্পেশাল করেসপন্ডেন্ট ও প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শামসুল আলম খান।
এছাড়া ময়মনসিংহ প্রেসক্লাব গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে।
কালের আলো/এসবি/এমআরকে