র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী মিনা কামাল নিহত
প্রকাশিতঃ 3:35 pm | July 30, 2020
কালের আলো সংবাদদাতা:
র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ওরফে ফাটা কেস্ট (৫৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার(২৯ জুলাই) ভোরে বাগেরহাট জেলার রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাছে খুলনা-মোংলা মহাসড়কের পার্শ্ববর্তী ভেকুটিমারি স্থানে এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে জানিয়েছে র্যাব।
জেলা পুলিশের শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসীর তালিকায় তার নাম ছিল বলে জানা গেছে।
মিনা কামালের বিরুদ্ধে হত্যাসহ ২৫টি মামলা রয়েছে। রূপসার আলোচিত সারজিল ইসলাম সংগ্রাম (২৮) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি।
কালের আলো/এসবি/এমকেআর