নেত্রকোনার ডিসি প্রত্যাহার
প্রকাশিতঃ 9:54 pm | August 04, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলামকে প্রত্যাহার করে তার জায়গায় পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব কাজি মো. আবদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) মঈনউল ইসলামকে প্রত্যাহারের আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বদলি আদেশে, মঈনউল ইসলামকে প্রত্যাহার করে এখনো কোনো পদে পদায়ন করা হয়নি। তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে সেটি বদলির আদেশে উল্লেখ নেই। জনপ্রশাসনের অন্যান্য আদেশের মতোই বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ বিষয়ে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ওই অভিযোগের বিষয়টি তদন্ত চলছে।
এদিকে জনপ্রশাসনের সূত্রগুলো বলছে, মূলত তার কার্যালয়ের এক নারী কর্মকর্তার করা অভিযোগের পরিপ্রেক্ষিতে মঈনউল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। ওই নারী মঈনউল ইসলামের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ এনেছিলেন। এ অভিযোগের তদন্ত চলার মাঝেই তাকে প্রত্যাহার করা হলো। আর আগেই অভিযোগকারী নারীকে বদলি করা হয়েছিল।
কালের আলো/এসবি/এমএম