করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের আহ্বান হু’র

প্রকাশিতঃ 2:57 pm | August 07, 2020

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

বিশ্বে করোনাভাইরাসে এ পর্যন্ত সাত লাখেরও বেশি মানুষের মৃত্যু এবং এক কোটি ৯০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় কোভিড-১৯-এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে আবারও সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গেব্রিয়েসুস।

ইউএন নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, এসপেন সিকিউরিটি ফোরামে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান তিনি, যেখানে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের এবং সাবেক সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভার্চুয়াল ওই সভায় টেড্রস বলেন, সকল পার্থক্য নিয়েই আমরা একই পৃথিবীতে বাস করছি এবং আমাদের সুরক্ষা পারস্পরিক নির্ভরশীল। কোনো দেশ নিরাপদ থাকবে না, যতক্ষণ না আমরা সবাই নিরাপদ থাকি।

আমি সকল নেতাদের প্রতি আহ্বান জানাই এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সহযোগিতার পথ বেছে নিতে। এটিই আমাদের একমাত্র পথ, যোগ করেন তিনি।

কোনো দেশই করোনাভাইরাসের বিরুদ্ধে একা লড়াই করতে পারছে না উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, আমাদের এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় হলো বিজ্ঞান, সমাধান ও সংহতি এবং একসাথেই আমরা এই মহামারি কাটিয়ে উঠতে পারি।

কালের আলো/এসবি/এমআরকে