‘নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে ফারমার্স ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে’

প্রকাশিতঃ 12:43 am | July 23, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পরিচালনা পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তনের ফলে ফারমার্স ব্যাংক পুনর্গঠনের পাশাপাশি রীতিমতো ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: এহসান খসরু।

তিনি বলেন, ব্যাংকের পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা থেকে বেড়ে ১ হাজার ৫’শ কোটি টাকায় উন্নীত হয়েছে। ব্যাংকটিতে স্বাভাবিক অবস্থা ফিরে আসার পাশাপাশি আমানতকারীদের আস্থাও ফিরে এসেছে।

রোববার (২২ জুলাই) বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ফারমার্স ব্যাংকের শাখায় ব্যবসা উন্নয়ন ও গ্রাহক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বেসিক ব্যাংকের মতো ফারমার্স ব্যাংকের টাকা মেরে খাওয়ার কোন সুযোগ নেই বলে মন্তব্য করে এহসান খসরু বলেন, ব্যাংক চোরদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। ব্যাংকের নষ্ট টাকা উদ্ধারে সরকার তৎপর রয়েছে। ফলে কারাগারে বসেই ব্যাংক চোররা টাকা দেওয়ার অঙ্গীকার করছে।

ব্যাংকটির তারাকান্দা শাখার ম্যানেজার সেলিমা বেগমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুল মোতালেব পাটোয়ারী।

তিনি বলেন, ব্যাংকের ঋণ নিয়ে যারা পালিয়ে গেছেন তাদের ধরিয়ে দিতে হবে। নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে আমরা অর্থ সঙ্কট কাটিয়ে ওঠতে সক্ষম হয়েছি।

সমাবেশে প্রায় দেড় শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।

কালের আলো/এমকে/ওএইচ