দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯৯৬
প্রকাশিতঃ 2:52 pm | August 11, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ জন মারা গেছে। একই সময়ে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ২ হাজার ৯৯৬ জন।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৪৭১ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মহাখালী থেকে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা।
অধ্যাপক ডা.নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮২০টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯৮৮টি।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
কালের আলো/এএসএন/এমএইচএ