বিজিবির অভিযানে টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশিতঃ 4:25 pm | August 11, 2020

কালের আলো সংবাদদাতা:

টেকনাফে বিজিবির অভিযানে মালিকবিহীন অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার(১০ আগস্ট) উপজেলাধীন হ্নীলা ইউপিস্থ নোয়াপাড়া জেলেঘাটা বাজার এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ লেদা বিওপি’র একটি বিশেষ টহলদল জেলেঘাটা বাজারে তল্লাসি চালায়। পরে ১টি মটর সাইকেলযোগে ১জন আরোহী বিজিবি’র চেকপোষ্ট দেখে মটর সাইকেলটি ইউটার্ণ করে বাজারের ভিতরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় মটর সাইকেল আরোহী একটি প্যাকেট রাস্তায় ফেলে দ্রুত বাজারের মধ্য দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের ভিতর পালিয়ে যায়। টহলদল উক্ত স্থানে পৌঁছে ইয়াবা কারবারী কর্তৃক ফেলে যাওয়া প্যাকেটটি উদ্ধার করে।

উদ্ধারকৃত প্যাকেটের ভিতর হতে টহলদলটি ৬০ লক্ষ টাকা মূল্যমানের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

পরবর্তীতে ইয়াবা কারবারীকে আটকের নিমিত্তে বর্ণিত এলাকায় ও পার্শ্ববর্তী স্থানে রাতভর তল্লাশী অভিযান পরিচালনা করা হলেও কোন কারবারীকে আটক করা সম্ভব হয়নি।

কালের আলো/এসবি/এমএম