ঝালকাঠির নলছিটিতে প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিতঃ 10:13 pm | July 24, 2018

ঝালকাঠি সংবাদদাতা, কালের আলো: ঝালকাঠির নলছিটিতে সেলিম খান (২৫) নামে মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ জুলাই) সকালে চিকিৎসাধিন অবস্থায় সেলিমের মৃত্যু হয়। সোমবার (২৩ জুলাই) রাতে পৌরসভার ভাঙ্গাদৌলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম খান ওই গ্রামের আর্শেদ আলী খানের ছেলে।

স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন সেলিম রাতের কোনো এক সময় প্রতিবেশী হোসেন আলী খানের ঘরে প্রবেশ করে একটি কক্ষে খাটের নিচে লুকিয়ে ছিল। খাটে ঘুমিয়ে ছিলেন হোসেন আলীর ৯ বছর বয়সী মেয়ে। খাটের নিচে কেউ আছে সন্দেহ হলে রাত ৩ টার দিকে মেয়েটি চিৎকার দেয়।

এ সময় হোসেন আলী খান ও তাঁর পরিবারের লোকজন এসে খাটের নিচ থেকে সেলিমকে বের করে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় রাতেই সেলিমকে স্থানীয় হাসপাতাল ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (২৪ জুলাই) সকালে চিকিৎসাধিন অবস্থায় সেলিমের মৃত্যু হয়।

নিহত সেলিমের বাবা আর্শেদ আলী বলেন, আমার ছেলের মানসিক সমস্যা রয়েছে। আমাদের প্রতিবেশীর ঘরে ঢুকেছে, তাই বলে ওকে পিটিয়ে হত্যা করতে হবে কেন? আমি ছেলে হত্যার বিচার চাই।

অভিযুক্ত হোসেন আলী খান বলেন, আমার মেয়ের কক্ষে ঢুকেছিল সেলিম। গভীর রাতে তাকে খাটের নিচ থেকে বের করে পরিবারের সবাইকে ডেকে আনা হয়। এ সময় সেলিম দাও হাতে আমাদের দিকে তেড়ে আসলে তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়। ইচ্ছাকৃতভাবে তাকে কেউ পিটিয়ে হত্যা করেনি।

নলছিটি থানার পুলিশ পরিদর্শক (ওসিতদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালের আলো/পলাশ/ওএইচ