বদলি পদোন্নতি সংক্রান্ত জেলা প্রশাসকদের প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ নেই : জনপ্রশাসন সচিব
প্রকাশিতঃ 9:39 pm | July 25, 2018
বিশেষ প্রতিবেদক, কালের আলো:
বিভিন্ন সংস্থার রিপোর্টের ভিত্তিতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি-পদোন্নতির বাধ্যবাধকতা শিথিল করতে জেলা প্রশাসকদের প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ নেই বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার (২৫ জুলাই) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত কার্য-অধিবেশন শেষে প্রশ্নের জবাবে সাংবাদিকদের একথা জানান জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ।
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এই কার্য-অধিবেশনে উপস্থিত ছিলেন না। পরে এ বিষয়ে জনপ্রশাসন সচিব বলেন, এটা নিয়ে আলোচনার সুযোগ নেই। রুলস অব বিজনেসে প্রত্যেকের কাজ বলা আছে, যার যেটা ম্যান্ডেট আছে সে সেটা করবে। নিশ্চয়ই সরকার ভুল সিদ্ধান্ত দেবে না।
ডিসিরা স্বেচ্ছাধীন তহবিলে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব জানিয়েছেন উল্লেখ করে সচিব বলেন, সেটা অলরেডি সরকার বরাদ্দ বাড়িয়েছে। তারা দুর্গম ভাতার কথা বলেছেন। এ বিষয়ে আমরা অর্থ মন্ত্রণালয়কে অনেক আগেই অনুরোধ করেছি। কিছু কিছু জায়গায় তাদের কষ্ট হয়, কয়েকটি জায়গায় নৌযান চেয়েছেন। এ বিষয়ে সরকার অলরেডি ব্যবস্থা নিয়েছে।
তিনি বলেন, গাড়ি মেরামতে আর্থিক ক্ষমতা বাড়াতে ডিসিরা প্রস্তাব করেছেন। আমরা আগেই এ ব্যাপারে অনুরোধ করেছি। সার্কিট হাউজ কোনো জায়গায় কম থাকার কথা কেউ কেউ জানিয়েছেন, আমরা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো বলেছি। তাদের বিষয়গুলোর অনেকগুলো স্ব-উদ্যোগে অ্যাড্রেস করা হয়েছে, মেসেজটি হয়তো ওই পর্যন্ত পৌঁছেনি।
কালের আলো/এমকে