বান্দরবানে ১ লাখ ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার

প্রকাশিতঃ 5:53 pm | August 17, 2020

কালের আলো সংবাদদাতা:

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপি’র দক্ষিণ রেজুআমতলী এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুআমতলী বিওপি।

রোববার(১৬ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি চৌকস দল ঘুমধুম ইউপি’র দক্ষিণ রেজুআমতলী মসজিদের পার্শ্বে পাহাড়ের ঢালুতে অবস্থান গ্রহণ করে।

পরে আনুমানিক ৬জন চোরাকারবারী পাহাড়ী এলাকা দিয়ে মায়ানমার হতে বাংলাদেশের দিকে আসতে থাকে এবং বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে।

এ সময় বিজিবি টহল দল তাদের জান-মাল, অস্ত্র ও গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে চোরাকারবারীদের লক্ষ্য করে ৮ রাউন্ড পাল্টা গুলি করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা লুঙ্গী দিয়ে মোড়ানো ব্যাগ ফেলে দ্রুত পাহাড়ী জঙ্গলের ভিতরে পালিয়ে যায়।

পরবর্তীতে টহল দল চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১ লাখ ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ২০ লক্ষ টাকা।

কালের আলো/এসবি/এমআরকে