একটি চুমুর জন্য : পারভেজ আক্তার

প্রকাশিতঃ 2:53 am | July 27, 2018

চুমুতে যদি যায় হারিয়ে রক্তের দাগ,
তবে আমি চুমুকেই ভালোবাসি—

চুমুতে যদি থাকে বিশ্বাস, চুমুতে যদি থাকে ভরসা, আমি চুমুকেই ভালোবাসি—

আবার যদি কখনও আসি ফিরে এই বাংলায়,
আবার যদি ফিরে পাই প্রিয়তমকে,
ঠোঁটে ঠোঁট মিলাতে চাইবো শতবার—

চোখে চোখ রেখে চোখের ভাষায় বলবো,
গুঁড়িয়ে দাও যত আছে জঞ্জাল আর উড়িয়ে দাও যত আছে বিষবাষ্প—

বিদ্যা আছে, বুদ্ধীও আছে তবু যারা হিংসায় ক্ষিপ্ত,
তাদের দেখিয়ে দাও প্রিয়তম, আমাদের চুমুতে কত সুখ যুক্ত,

নির্মল বাতাসে স্বাধীন দেশে তোমার আমার ভালোবাসা হোক উম্মুক্ত৷

কালের অলো/ এইচ