প্রচারমাধ্যমে কথা বলতে অনুমতি লাগবে স্বাস্থ্য কর্মকর্তাদের
প্রকাশিতঃ 8:34 pm | August 21, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের প্রচারমাধ্যমে কথা বলার আগে প্রতিষ্ঠানটির মহাপরিচালকের (ডিজি) কাছ থেকে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।
শুক্রবার(২১ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পরে সন্ধ্যায় এ ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিষয়টি পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই এটি কার্যকর হয়ে গেছে। সুতরাং এখন থেকে গণমাধ্যমে কথা বলার আগে মহাপরিচালকের অনুমতি নিতে হবে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন প্রচারমাধ্যমে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা মুখপাত্র হিসেবে অনুষ্ঠানে অংশ নেন এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। নিয়মিত ব্রিফিং ছাড়া এ সকল অনুষ্ঠানের বক্তব্য ও মন্তব্যের কারণে অনেক সময় সরকারকে বিব্রত হতে হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ কারণে প্রচারমাধ্যমে সরকারের প্রতিনিধিত্ব করার বিষয়ে যথাযথ বিধি-বিধান থাকা উচিত। এখন থেকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষাৎকার প্রদান, অনুষ্ঠানে অংশগ্রহণের আগে অধিদপ্তরের মহাপরিচালকের অনুমতি নিতে হবে। এ ছাড়া গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া কিংবা টকশোতে অংশ নিতে পারবেন ন্যূনতম পরিচালক পর্যায়ের কর্মকর্তারা।
কালের আলো/এসবি/এমআরকে