ভুয়া চ্যানেলে সাংবাদিক নিয়োগ চক্রের ৮ সদস্য আটক
প্রকাশিতঃ 8:53 pm | August 21, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ভুয়া চ্যানেলে সাংবাদিক প্রতিনিধি নিয়োগের নামে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৮ সদস্যকে আটক করেছে র্যাব-৪।
আটকরা হলেন— রমজান আলী রাজু (৪৯), ইউনুছ আলী (৫১), কাজী শিলন (৩৫), আশরাফুল আলম (৫২), আলামীন হোসেন (২২), রফিকুল ইসলাম (৫০), সোহাগ কবির (২২) ও এবি এম মাহবুবুর রহমান (৫০)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ভুয়া প্রতিষ্ঠানের ৮টি সাদা রঙের টি-শার্ট, ১টি ডিজিটাল ব্যানার, ২৫ পাতার এসডি সিকিউরিটির জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, ২টি ওয়াকিটকি, ১৫টি কার্ড ঝুলানোর ফিতা ও আইডি কার্ড উদ্ধার করা হয়।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, চক্রটি ফেসবুকে ‘এসডি টিভি’ নামে নিবন্ধন বা ওয়েবসাইটবিহীন ভুয়া চ্যানেল ও ‘দৈনিক জয় সংবাদ’ নামে ভুয়া পত্রিকার জেলা সাংবাদিক প্রতিনিধি নিয়োগের কথা বলে মোটা অংকের টাকা আত্মসাৎ করে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান র্যাব কর্মকর্তা।
কালের আলো/এমএইচ/বিএসকে