গোহাইলকান্দি মীর বাড়ি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিতঃ 1:38 am | July 28, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে গোহাইলকান্দি মীর বাড়ি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

গোহাইলকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো ইকরামুল হক টিটু। এসময় ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্জ্ব মো. মাহবুবুর রহমান দুলাল উপস্থিত ছিলেন।

প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব বনাম লুবাবা এন্টারপ্রাইজ দলের প্রতিযোগীতা করে।
খেলার ফলাফল ড্র। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মোকবুল হোসেন।

প্রতি দলে অতিরিক্তসহ ১০ জন করে খেলোয়ার রাখা হয়েছে। খেলায় ৭ জন করে খেলোয়ার অংশ নেয়।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য মেয়র টিটু বলেন, খেলাধুলা যেমন শারীরিক বিকাশে সহায়তা করে তেমনি মাদকাসক্তি থেকেও দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের আরও সুন্দর আয়োজন করার জন্য আয়োজকদের উৎসাহিত করেন।

এসময় কমিটির সদস্য রনি মিয়া, মিজানুর রহমান পলাশ, মির শরিফুল ইসলাম, মো. বাবু, আল আমিন সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের আলো/ওএইচ