বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা; সততা-নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসারের ডিজির

প্রকাশিতঃ 10:07 am | August 25, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

বাঙালির গর্ব, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার কলঙ্কিত মাস শোকাবহ আগস্ট। গত ১৫ আগস্ট জাতি শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছে জাতির পিতাসহ সেই কালো রাতে নৃশংস হত্যাযজ্ঞে প্রাণ হারানো শহীদদের।

জাতি ও বিশ্বমানবের মানসপটে আজও স্বমহিমায় উজ্জ্বল, চিরভাস্বর বঙ্গবন্ধুকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও।

সোমবার (২৪ আগস্ট) সকাল সোয়া ১১ টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন এ বাহিনীটির নতুন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

এরপর মহান স্বাধীনতার স্থপতির প্রতি সম্মান জানানোর অংশ হিসেবে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় মহাপরিচালক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ক্যাপ্টেন শেখ কামাল, শেখ জামালসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

আনসার সদর দপ্তর সূত্র জানায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম সোমবার (২৪ আগস্ট) সকাল ৭ টার দিকে সড়কপথে গোপালগঞ্জের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

সকাল ১১ টার দিকে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পৌঁছেন।

এ সময় বাহিনীটির উপ-মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও পরিচালক ঢাকা রেঞ্জ মোহাম্মদ সাজ্জাদুর রহমান এবং পরিচালক ২১ আনসার ব্যাটালিয়ন ও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মো: ফেরদৌস আহমেদ তাকে স্বাগত জানান।

মহাপরিচালকের সঙ্গে রাজধানী ঢাকা থেকে সফরসঙ্গী ছিলেন বাহিনীটির অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. শাহ্বুদ্দিন এবং উপ-পরিচালক (সমন্বয়) মো. সেফাউল হোসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম পরে গোপালগঞ্জের বেদগ্রামে অবস্থিত বাহিনীর ২১ আনসার ব্যাটালিয়ন কার্যালয় পরিদর্শন করেন।

সেখানে আয়োজিত দরবার অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সামাজিক দূরত্ব মেনে ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ দরবার অনুষ্ঠিত হয়।

সূত্র মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জননিরাপত্তা রক্ষায় সততা, সাহস ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

এ বাহিনীর সাহসিকতা ও কর্মদক্ষতা সর্বজন স্বীকৃত বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার প্রশংসা করেছেন।

জাতীয় নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে দায়িত্বপালনসহ সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ নির্মূল ও করোনাকালে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে বাহিনীটির বিশেষ ভূমিকারও সুনাম রয়েছে।

এসব গৌরব ধরে রাখতে প্রধান অতিথি হিসেবে সেই দরবারে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন ও সাধারণ আনসার এবং সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশন দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাবমূর্তি ও মর্যাদা অক্ষুন্ন রাখতে হবে। নিজেদের উপর অর্পিত পবিত্র দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে পালন করতে হবে।’

পরে মহাপরিচালক গোপালগঞ্জে পাঁচুরিয়ায় অবস্থিত আনসার ও ভিডিপি প্রশিক্ষণ সেন্টার পরিদর্শন করেন এবং উপস্থিত বাহিনীর প্রশিক্ষণার্থী সদস্যদের সঙ্গেও কথা বলেন। তাঁর ভাষ্য হচ্ছে-‘প্রশিক্ষণ উন্নয়নের মূল চাবিকাঠি’।

যুগোপযোগী এবং আধুনিক প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়নকল্পে পরিকল্পিতভাবে দায়িত্ব পালন করার জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষকদের প্রতিও আহ্বান জানান মহাপরিচালক।

এরপর তিনি গোপালগঞ্জের জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন। পরে পুনরায় সড়কপথে ঢাকায় ফিরে আসেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক।

কালের আলো/এসআর/এইচএম