আমি সেই অপু বিশ্বাস…
প্রকাশিতঃ 6:30 pm | July 28, 2018
শোবিজ প্রতিবেদক, কালের আলো:
চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি অনুষ্ঠানের বিশেষ অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন। সেই অনুষ্ঠানে চমকে দেওয়া হলো ঢালিউডের জনপ্রিয় এই নায়িকাকে।
সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান এসএস মিউজিক ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে গতকাল শুক্রবার রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় অতিথির আসনে খোশ মেজাজে বসে ছিলেন অপু। সময় স্পিকারে একটি গান বেজে ওঠে। গানের ‘ব্রিজ লাইনে’ হঠাৎ বেজে উঠলো ‘আমি সেই অপু বিশ্বাস…’। এরপর অবাক খুশিতে হেসে ওঠে অপু বিশ্বাসের চোখ-মুখ।
এ সম্পর্কে অপু বিশ্বাস বলেন, ‘নতুন একটি প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটলো, সেজন্য আমি খুব আনন্দিত। কারণ এতে করে আমাদের ইন্ডাস্ট্রিরই লাভ হয়েছে। এখান থেকে আমরা নতুন নতুন গান উপহার পাবো। নতুন এই পথচলার জন্য শুভকামনা। গানের শেষের দিকে আমার নাম পেয়ে আমি অভিভূত হয়েছি’।
অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন এসএস মাল্টিমিডিয়া হাউজ ও এসএস মিউজিক ক্লাবের কর্ণধার আফরোজা সুলতানা পপি, প্রতিষ্ঠানের উপদেষ্টা ও গীতিকার বিলিয়ান বিপু, সংগীত পরিচালক আবিদ রনি, নির্মাতা ওসমান মিরাজসহ শোবিজ অঙ্গনের অনেকে।
অনুষ্ঠানে একসঙ্গে পাঁচটি মিউজিক ভিডিও দিয়ে এসএস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলের উদ্বোধন করা হয়।
কালের আলো/ওএইচ