বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ এক কোটি ৭৫ লাখের বেশি মানুষ
প্রকাশিতঃ 11:49 am | August 30, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আজ রোববার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৫১ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৮ লাখ ১১ হাজার ৩২৮ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৩৭০ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে প্রায় এক কোটি ৭৫ লাখ চার হাজার ২১৯ জন সুস্থ হয়ে উঠেছে।
রোববার(৩০ আগস্ট) বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩৪ লাখ আট হাজার ৭৯৯ জন, ব্রাজিলে ৩০ লাখ ছয় হাজার ৮১২, ভারতে ২৭ লাখ ১২ হাজার ৫২০, রাশিয়ায় আট লাখ চার হাজার ৩৮৩, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৩৬ হাজার ৬৯৪, পেরুতে চার লাখ ৪৬ হাজার ৬৭৫, কলোম্বিয়ায় চার লাখ ৪০ হাজার ৫৭৪, মেক্সিকোতে চার লাখ ৯ হাজার ১২৭, চিলিতে তিন লাখ ৮১ হাজার ১৮৩, ইরানে তিন লাখ ১৯ হাজার ৮৪৭, পাকিস্তানে দুই লাখ ৮০ হাজার ৩৪০, সৌদি আরবে দুই লাখ ৮৮ হাজার ৪৪১, তুরস্কে দুই লাখ ৪২ হাজার ৮১২, ইতালিতে দুই লাখ আট হাজার ২২৪, জার্মানিতে দুই লাখ ১৭ হাজার ৪৮৪, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, বাংলাদেশে এক লাখ ৯৮ হাজার ৮৬৩, কাতারে এক লাখ ১৫ হাজার ২৫১, কানাডায় এক লাখ ১৩ হাজার ৫০১, ফ্রান্সে ৮৬ হাজার ১৭৭ জন, চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ১৫৩ জন এবং ওমানে ৭৯ হাজার ৬০৮ সুস্থ হয়ে উঠেছে।
এছাড়া কুয়েতে ৭৫ হাজার ৯৯৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬০ হাজার ২০২, সিঙ্গাপুরে ৫৫ হাজার ৪৪৭, সুইজারল্যান্ডে ৩৪ হাজার ৮০০, দক্ষিণ কোরিয়ায় ১৪ হাজার ৯০৩, অস্ট্রেলিয়ায় ২০ হাজার ৮৫৬ ও মালয়েশিয়ায় ৯ হাজার ৩৮ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে এ ভাইরাসে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত আট লাখ ৪৬ হাজার ৬৪২ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
কালের আলো/এসবি/এমএইচএ