দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৭৪

প্রকাশিতঃ 4:54 pm | August 31, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ২৮১ জন হয়েছে। নতুন করে আরো দুই হাজার ১৭৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট তিন লাখ ১২ হাজার ৯৯৬ জন করোনায় আক্রান্ত হলো। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ৯৮০ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ চার হাজার ৮৮৭ জন করোনা থেকে সুস্থ হলো।

সোমবার(৩১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯২টি ল্যাবে ১২ হাজার ৮৯টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ১২ হাজার ৪৫৪টি।

২৪ ঘণ্টায় নতুন ৪২ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২৯ জন ও নারী চারজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৩৬৪ জন ও নারী ৯১৭ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন ও ষাটোর্ধ্ব ২০ জন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, রাজশাহী বিভাগে পাঁচজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছে ৩২ জন ও বাড়িতে একজন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

কালের আলো/এসআর/এমএইচএ