অক্সফোর্ডের ভ্যাকসিন পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি : স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিতঃ 6:01 pm | August 31, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘চীন ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠান বাংলাদেশে ভ্যাকসিনের ট্রায়ালের আবেদন করেনি। এ ছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত (কোভিড-১৯) ভ্যাকসিন পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি।’
সোমবার(৩১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকোর চুক্তি হয়েছে। সরকারিভাবেও ওদের ভ্যাকসিন আনার চেষ্টা করা হচ্ছে।’
জাহিদ মালেক জানান, সক্ষমতা থাকলে বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করতে পারে রাশিয়াও। দেশের কয়েকটি কোম্পানির সে সক্ষমতা রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
এছাড়া রাশিয়ার ভ্যাকসিনের ব্যাপারে তাদের কাছে চিঠি পাঠানো হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
কালের আলো/এসবি/এমএম