বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থের সংখ্যা এক কোটি ৮৪ লাখ ছাড়াল

প্রকাশিতঃ 10:28 am | September 03, 2020

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আজ বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৬১ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৮ লাখ ৬৭ হাজার ৩৬৭ জন চিকিৎসাধীন এবং ৬০ হাজার ৬২৩ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে প্রায় এক কোটি ৮৪ লাখ ৪১ হাজার ৪৫৩ জন সুস্থ হয়ে উঠেছে।

বৃহস্পতিবার(০৩ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩৫ লাখ ৪৭ হাজার ৩২ জন, ব্রাজিলে ৩২ লাখ ১০ হাজার ৪০৫, ভারতে ২৯ লাখ ৬৭ হাজার ৩৯৬, রাশিয়ায় আট লাখ ২১ হাজার ১৬৯, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৫৩ হাজার ৪৫৬, পেরুতে চার লাখ ৮০ হাজার ১৭৭, কলোম্বিয়ায় চার লাখ ৭৯ হাজার ৫৬৮, মেক্সিকোতে চার লাখ ২৪ হাজার ৯৯০, চিলিতে তিন লাখ ৮৭ হাজার ৬৮৩, ইরানে তিন লাখ ২৬ হাজার ৮০১, সৌদি আরবে দুই লাখ ৯২ হাজার ৫১০, পাকিস্তানে দুই লাখ ৮১ হাজার ৪৫৯, তুরস্কে দুই লাখ ৪৬ হাজার ৮৬৭, জার্মানিতে দুই লাখ ২৩ হাজার ১০০, বাংলাদেশে দুই লাখ ১১ হাজার ১৬, ইতালিতে দুই লাখ আট হাজার ২০১, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, কাতারে এক লাখ ১৬ হাজার ১১১, কানাডায় এক লাখ ১৫ হাজার ৫০, ফ্রান্সে ৮৬ হাজার ৯৬৮ জন, চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ২৩৪ জন এবং ওমানে ৮১ হাজার ২৪ সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৭৮ হাজার ২০৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬২ হাজার ২৯, সিঙ্গাপুরে ৫৫ হাজার ৮৯১, সুইজারল্যান্ডে ৩৬ হাজার ৫০০, দক্ষিণ কোরিয়ায় ১৫ হাজার ৫২৯, অস্ট্রেলিয়ায় ২১ হাজার ৬৯০ ও মালয়েশিয়ায় ৯ হাজার ৭৯ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত আট লাখ ৬৭ হাজার ২৯৪ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কালের আলো/এসবি/এমএম