শিক্ষার্থীদের উস্কানী দিয়ে বিএনপি নেতা আমির খসরু’র ফোনালাপ ফাঁস

প্রকাশিতঃ 6:27 pm | August 04, 2018

কালের আলো রিপোর্ট:

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের টানা আন্দোলনে সরকারের সন্দেহ-সংশয়ের পালে নতুন করে হাওয়া লেগেছে। এবার শিক্ষার্থীদের উস্কানী দিয়ে ফাঁস হয়েছে বিএনপি’র প্রভাবশালী স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফোনালাপ।

শনিবার (০৪ আগষ্ট) দুপুরে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমির খসরুর সঙ্গে নওমি নামের এক শিক্ষার্থীর ১ মিনিট ৫০ সেকেন্ডের এই ধরণের কথোপকথন প্রকাশ হয়েছে।

দু’জনের ফোনালাপ অনুযায়ী, কুমিল্লা থেকে আলোচিত ওই বিএনপি নেতাকে ফোন করেছিল নওমি।

ফাঁস হওয়া বিএনপি নেতার ওই কন্ঠটি আমির খসরুর বলে নিশ্চিত হয়েছে গোয়েন্দারা। একই সঙ্গে নওমি নামের ওই শিক্ষার্থীর পরিচয় সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

ফোনালাপ থেকে জানা গেছে, আমির খসরু ওই শিক্ষার্থীকে ঢাকায় এসে দুই, চারশ, পাঁচশ জন মিলে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তিনি নওমিকে নির্দেশ দিয়ে বলেছেন, কুমিল্লায় না থেকে ঢাকায় এসে আন্দোলনকে নতুন রূপ দিতে।

ভাইরাল হওয়া সেই ফোনালাপ:

আমির খসরু: হ্যালো
নওমি: হ্যালো, আংকেল, নওমি বলছিলাম

আমির খসরু: হ্যাঁ, নওমি ভালো আছো?
নওমি: আপনি ভালো আছেন?

আমির খসরু: হ্যাঁ, ভালো আছি। তোমরা কি একটু ইনভলভ টিনভলভ হচ্ছো এগুলোতে নাকি?
নওমি: জ্বি, জ্বি। আংকেল, আমি তো এই যে কুমিল্লায় আসলাম।

আমির খসরু: কুমিল্লায় না, নামায় দাও না। তোমাদের মানুষজন সব নামায় দেও না।
নওমি: হ্যাঁ.. হ্যাঁ.. হ্যাঁ… হাইওয়েতে নামছিল।

আমির খসরু: মানুষজন নামায় দাও, হাইওয়েতে-টাইওয়েতে অসুবিধা নাই। ঢাকায় মানুষজন নামায় দাও ভালো করে। বুজছো? তোমাদের তো আর চেনে না।
নওমি: না… না… না…।

আমির খসরু: তোমাদের বন্ধুবান্ধব নিয়ে তোমরা সব নেমে পড়ো না ঢাকায়…।
নওমি: জ্বি…জ্বি..জ্বি…, কনটাক্ট করতেছি সবার সঙ্গে।

আমির খসরু: কন্টাক্ট করো না। কখন আর কন্টাক্ট করবা? এখনই তো টাইম। আর কবে? এখন নামতে না পারলে তো আবার ডাউন করে যাবে। তুমরা নাইমা যাও না একটু বন্ধুবান্ধব নিয়ে…।
নওমি: হ্যাঁ..হ্যাঁ..হাইওয়েতে নামছিল তো, ঢাকা-চিটাগাংয়ে। এখানে এসপি সাহেব ঝাড়ি দিছে সবাইকে। সবাইকে উঠায়ে দিছে…।

আমির খসরু: হাইওয়ে টাইওয়ে অসুবিধা নাই। ঢাকায় নামায় দাও। ঢাকা হলে সারা দেশে এমনেই হবে। তোমরা ঢাকায় এসে…এখানে তো কুমিল্লা দরকার নাই আমার। তোমরা ঢাকায় এসে তোমাদের বন্ধুবান্ধব নিয়ে ২০০-৫০০ জন ওদের সাথে জয়েন করে যাও।
নওমি: জ্বি আংকেল। এমনে সবাই সংগঠিত হচ্ছে।

আমির খসরু: সংহতি দিয়ে কী হবে। তোমরা যারা আছো নাইমা যাও না।
নওমি: আংকেল একটা ছোট্ট বিষয়।

আমির খসরু: ফেসবুক টেসবুকে পোস্টিং-টোস্টিং করো সিরিয়াসলি।
নওমি: হ্যাঁ, এইটা করতেছি। এটাতে অ্যাকটিভ আছে সবাই। আমি আসতেছি।

আমির খসরু: হ্যাঁ করো। কুমিল্লা বসে থেকে লাভ কী! এখানে এসে জয়েন করো।

এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমরা তো দলীয়ভাবেই তাদের সমর্থন দিয়েছি। কেউ যদি সহযোগিতা করতে চায়, আমরা তো বলেছি যে করো। দল থেকে সমর্থন দিয়েছে।’

প্রসঙ্গত, গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থীর নির্মম মৃত্যুর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভে ফেটে পড়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা। টানা ৬ দিন যাবত তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। এরই জেরে গোটা দেশে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। এতে করে রাজধানীর পাশাপাশি গোটা দেশে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

ক’দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, ‘শিক্ষার্থীরা ৩১৭টি গাড়ি ভাঙচুর এবং ৮ টিতে আগুন দিয়েছে।’

অডিও:

https://www.youtube.com/watch?v=mHNwJsmL5_Y

কালের আলো/এসটি/এএ