শুটিংকে ঘুরে দাঁড় করাতে মেজর জেনারেল আতাউল হাকিমের কাঁধে দায়িত্ব
প্রকাশিতঃ 9:54 pm | September 21, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
মুখ থুবড়ে পড়েছিল শুটিং স্পোর্ট ফেডারেশন। ভাগ্যাকাশে জমেছিল অনিশ্চয়তার কালো মেঘ। বিরাজমান এ সমস্যা নিরসনে প্রথম কার্যকর উদ্যোগ হিসেবে বেছে নেওয়া হয়েছে নতুন নেতৃত্ব।
বাংলাদেশ শুটিং ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।
দক্ষ ও প্রাজ্ঞ এ সামরিক কর্মকর্তার নেতৃত্বেই নতুন উদ্যমে অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ধারণ করেই ঘুরে দাঁড়াবে শুটিং স্পোর্ট ফেডারেশন, এমনটিই মনে করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল থেকে শুরু করে সংশ্লিষ্টরা। একই সঈে প্রতিমন্ত্রী নতুন সভাপতির সফলতাও কামনা করেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ শুটিং ফেডারেশনের নব নির্বাচিত সভাপতি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।
‘নতুন নেতৃত্বে নব উদ্দীপনায় দেশের শুটিং আরও বিকশিত হবে’ এমন মন্তব্য করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে উজ্জ্বল করতে বাংলাদেশের শুটিংয়ের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত।
বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে সেরা সাফল্য শুটিং থেকেই এসেছে। ১৯৯০ ও ২০০২ সালের কমনওয়েলথ গেমসে শুটিং থেকেই স্বর্ণ জিতেছিল বাংলাদেশ।’
তিনি বলেন, ‘শুটিং আমাদের জন্য সম্ভাবনাময় এক খেলা। আশা করি নতুন নেতৃত্বে নব উদ্দীপনায় দেশের শুটিং আরও এগিয়ে যাবে।

নব নির্বাচিত সভাপতি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানও দেশের শুটিং’কে এগিয়ে নেওয়ার দৃঢ় অঙ্গীকার করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ক্রীড়া পরিষদের আইন ২০১৮ এর বিধি ২২ মতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালসের ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানকে শুটিং ফেডারেশনের সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করে সরকার।
বাংলাদেশ সেনাবাহিনীতে বর্ণাঢ্য চাকরি জীবনে মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, বাংলাদেশ এবং ব্রাজিল স্টাফ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। এছাড়াও ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে তিনি সশস্ত্র বাহিনী ওয়ার কোর্স এবং জাতীয় প্রতিরক্ষা কোর্স সম্পন্ন করেন।
মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ১০ পদাতিক ডিভিশনের প্রতিষ্ঠাতা জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ঢাকা সেনানিবাসের জিওসি, লজিস্টিক এরিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন।
কালের আলো/এসবি/এমপিএ