মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর ‘মা’ আর নেই
প্রকাশিতঃ 9:32 am | September 22, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
খুলনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের মা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।
মায়ের অসুস্থ্যতার কারণে মন্ত্রী শ ম রেজাউল করিম খুলনায় অবস্থান করছিলেন। রাতেই মরহুমার মরদেহ পিরোজপুরের নাজিরপুরে নিজ বাড়িতে নেওয়া হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়ার গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ব্যক্তি জীবনে মাজেদা বেগম একজন সমাজ সচেতন ও ধর্মপরায়ণ গৃহিণী ছিলেন। মৃত্যুর সময় তিনি চার ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে, গত বছরের এপ্রিল মাসে মারা যান প্রাণিসম্পদ মন্ত্রীর বাবা আব্দুল খালেক শেখ।
কালের আলো/এসআর/এমকেআর