গুজব ছড়ানোর অভিযোগে অভিনেত্রী কাজী নওশাবা আটক

প্রকাশিতঃ 10:51 pm | August 04, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। শনিবার (৪ আগস্ট) রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়।

এর আগে বিকেলে ফেসবুক লাইভে কাজী নওশাবা জানান, রাজধানীর জিগাতলায় একজন শিক্ষার্থীর চোখ তুলে ফেলা ও চার শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে।

ফেসবুক লাইভে নওশাবা বলেন, ‘একটু আগে ওদেরকে অ্যাটাক করা হয়েছে। ছাত্রলীগের ছেলেরা সেটা করেছে। প্লিজ-প্লিজ ওদেরকে বাঁচান। তারা জিগাতলায় আছে। আপনারা এখনই রাস্তায় নামবেন ও আপনাদের বাচ্চাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবেন, এটা আমার রিকোয়েস্ট। বাচ্চাগুলো নিরাপত্তাহীনতায় আছে। যে পুলিশরা আছেন আপনারা অবশ্যই নিজেদের বাচ্চাদের প্রোটেকশন দেন। আপনারা প্লিজ কিছু একটা করেন। আপনারা সবাই একসাথে হোন। আমি এ দেশের মানুষ, এ দেশের নাগরিক হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি।’

পুলিশের পক্ষ থেকে পরে দাবি করা হয়, এই ধরণের কোন ঘটনা সেখানে ঘটেনি। কোন শিক্ষার্থী মারা যাওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে দাবি করে পুলিশ।

কালের আলো/ওএইচ