সকাল থেকে সারাদেশে চলবে বাস: মালিক সমিতি
প্রকাশিতঃ 12:11 am | August 06, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আগামীকাল সোমবার (৬ আগস্ট) সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশের সব রুটে বাস চলাচল শুরু হবে।
রোববার (৫ আগস্ট) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির এ সিদ্ধান্তের কথা রোববার (৫ আগস্ট) রাতে জানিয়েছেন সংগঠনের মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
তিনি বলেন, পরিস্থিতি এখন ভালো মনে হচ্ছে। সোমবার সকাল থেকে সারাদেশের সব রুটে যথারীতি বাস চলাচল শুরু হবে। মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমিতির তরফ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কালের আলো/ওএইচ