ব্যাংককে জমবে শাকিব-বুবলীর রোমান্স

প্রকাশিতঃ 1:49 pm | August 06, 2018

শোবিজ ডেস্ক, কালের আলো:

সিনেমার শুটিং নিয়ে পুরোদমে ব্যস্ত রয়েছেন ঢাকায় ছবির শীর্ষনায়ক শাকিব খান। আসছে ঈদেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে তার অভিনীত ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ ছবিটি। ছবিটির দৃশ্যায়নের কাজ একেবারে শেষের দিকে। বাকি রয়েছে গানের শুটিং।

সোমবার দুপুর ১টা ৪০ মিনিটের ফ্লাইটে থাইল্যান্ড যাত্রা শুরু করেছেন শাকিব-বুবলীসহ এ ছবির পুরো টিম। থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে দুটি রোমান্টিক গানের শুটিংয়ে অংশ নিতে আজ ঢাকা ছাড়ছেন ক্যাপ্টেন খান টিম। ঢাকা বিমানবন্দর ইমিগ্রেশন থেকে আজ দুপুরে বুবলী জানান, আজ দুপুরের ফ্লাইটে শাকিবসহ আমাদের পুরো টিম থাইল্যান্ড যাচ্ছি। এখন ইমিগ্রেশনে আছি, একটু পরেই ফ্লাইট। সেখানে দুটি গানের শুটিং শেষ করে আবার ঢাকায় ফিরবো শিগগিরই।

গেলো ২১ মার্চ এফডিসিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল ‘ক্যাপ্টেন খান’ সিনেমার মহরত । সেখানে শাকিব খান-বুবলীসহ ছবির সকল কলাকুশলী উপস্থিত ছিলেন। ‘ক্যাপ্টেন খান’র নাম ভূমিকায় অভিনয় করছেন শাকিব। এই ছবিতে অভিনেত্রী হিসেবে তার বিপরীতে থাকছেন বুবলী।

চলচ্চিত্রে খলনায়ক রুপে দেখা যাবে মিশা সওদাগরকেও। গত বছর ‘শুটার’ চলচ্চিত্রে শাকিব-মিশাকে একসঙ্গে শেষ দেখা গিয়েছিল। অনেকদিন পর আবারো এক হয়ে কাজে নেমেছেন শাকিব ও মিশা। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া ।

কালের আলো/আইএন