টেকনাফে ৭৯৮ ভরি ওজনের ৫৬টি স্বর্ণের বারসহ ৩ চোরাকারবারি আটক
প্রকাশিতঃ 10:08 pm | October 01, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
টেকনাফে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অভিযানে ৫ কোটি ৩০ লক্ষ ৬৭ হাজার টাকা মূল্যের ৭৯৮ ভরি ওজনের ৫৬টি স্বর্ণের বারসহ ৩ জন চোরাকারবারি আটক হয়েছেন।
বৃহস্পতিবার(০১ অক্টোবর) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ২নং ইউপি’র কাঁটাখাল ব্রীজ থেকে সিএনজি তল্লাসী করে ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো: মনির আলম, মোঃ নুর আহমেদ ও মোঃ মামুনুর রশিদ।
বিজিবি জানায়, বিপুল পরিমান স্বর্ণের চালান মায়ানমার হতে বাংলাদেশে এনে সিএনজিযোগে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় বিজিবি’র কক্সবাজার রিজিয়নের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর পালংখালী বিওপি’র সদস্যরা টেকনাফ উপজেলার হোয়াইক্যং ২নং ইউপি’র কাঁটাখাল ব্রীজ (উলুবুনিয়া) নামক স্থানে যানবাহন তল্লাশীকালীন টেকনাফ থেকে উখিয়াগামী একটি সিএনজিকে সন্দেহভাজনভাবে তল্লাশীর জন্য থামানো হয়।
পরে সিএনজিটি তল্লাশীকালীন সময়ে সিএনজিতে থাকা ৩জন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে বর্ণিত ব্যক্তিদের কোমরে লুঙ্গির ভাঁজে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ৫ কোটি ৩০ লক্ষ ৬৭ হাজার টাকা মূল্যমানের ৭৯৮ ভরি বার্মিজ স্বর্ণ (৫৬টি স্বর্ণের বার) উদ্ধার করতে সক্ষম হয়।
কালের আলো/এসবি/এমআরকে