দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫০৮

প্রকাশিতঃ 4:35 pm | October 02, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৩০৫ জনে দাঁড়িয়েছে।

এছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৩৯৬ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৬৬ হাজার ৩৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশে করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৫৪৯ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ৭৮ হাজার ৬২৭ জন করোনা থেকে সুস্থ হলো।

শুক্রবার(০২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৯টি ল্যাবে ১১ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৫০৯টি।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী আটজন। করোনায় দেশে এ পর্যন্ত পুরুষ মারা গেছে চার হাজার ১০৪ জন এবং নারী এক হাজার ২০১ জন। এ ছাড়া মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন এবং ষাটোর্ধ্ব ২৩ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন। তাঁদের মধ্যে প্রত্যেকেরই হাসপাতালে মৃত্যু হয়েছে।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ৭০ হাজার ২৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

কালের আলো/বিএস/এমএইচ