গাজীপুরে ধর্ষণের বিরুদ্ধে জেলা ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন
প্রকাশিতঃ 11:32 pm | October 07, 2020

কালের আলো সংবাদদাতা:
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ধর্ষণের বিরুদ্ধে গাজীপুরেও জেলা ছাত্রলীগের আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
বুধবার(০৭ অক্টোবর) গাজীপুর জেলা ছাত্রলীগ নেতা সুলতান মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে মাওনা চৌরাস্তা এলাকায় আলোক প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদী এই মোমবাতি প্রজ্জ্বলনে সুলতান মো: সিরাজুল ইসলাম ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি জানান।
এ সময় জেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

কালের আলো/এসবি/এমআরকে