ইয়েমেনে বিমান হামলায় শিশুসহ নিহত অন্তত ২০
প্রকাশিতঃ 8:03 pm | August 09, 2018
বিশ্ব ডেস্ক, কালের আলো:
ইয়েমেনের সাদা প্রদেশে বিমান হামলায় শিশুসহ অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। ইন্টান্যাশনাল কমিটি অব রেডক্রস (আইসিআরসি) এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (৯ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আইসিআরসি তাদের এক বিবৃতিতে জানায়, ইয়েমেনের উত্তরাঞ্চলের সাদায় দাহইয়ান মার্কেটে শিশুবহনকারী একটি বাসে হামলা চালানো হয়। হামলায় নিহত হয়েছেন অন্তত ২০ জন, আহত হয়েছেন অনেকে।
সাদার স্বাস্থ্য বিভাগের প্রধান আবদুল ঘানি নায়েব বলেন, এটা এখনও স্পষ্ট নয় ঠিক কতজন শিশু নিহত হয়েছেন। কয়টি বিমান হামলা হয়েছে সেটিও স্পষ্ট করে বলা যাচ্ছে না।
আইসিআরসি’র ইয়েমেনের প্রতিনিধিদের প্রধান জোহাননেস ব্রুউয়ের এক টুইট বার্তায় লেখেন, বিমান হামলায় ২০ জনের বেশি মারা গেছে। আহত হয়েছেন আরও বেশি। হতাহতদের মধ্যে বেশিরভাগের বয়স ১০ বছরের নিচে।
খবরে বলা হয়, তিন বছরেরও বেশি সময় ধরে ইরানের মিত্র হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে লড়ছেন সৌদি নেতৃত্বাধীন জোট। সৌদি জোট ইয়েমেনের উত্তরাঞ্চলের রাজধানী সানাসহ অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করে।
তবে এ হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোট এখনও কোনো মন্তব্য করেনি।
কালের আলো/ওএইচ