দেশে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত১২৭৮

প্রকাশিতঃ 5:05 pm | October 09, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৪৭৭ জনে দাঁড়িয়েছে।

এছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ২৭৮ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট তিন লাখ ৭৫ হাজার ৮৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৫৯৬ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ৮৯ হাজার ৯১২ জন করোনা থেকে সুস্থ হলো।

শুক্রবার(০৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৯টি ল্যাবে ১১ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৫০৬টি। এর মধ্যে আগের কিছু নমুনা ছিল।

২৪ ঘণ্টায় নতুন ১৭ জন মৃতের মধ্যে পুরুষ ৯ ও নারী আটজন। এ পর্যন্ত পুরুষ মারা গেছে চার হাজার ২২২ জন এবং নারী এক হাজার ২৫৫ জন। মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন আর ষাটোর্ধ্ব আটজন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে একজন, খুলনা বিভাগে দুজন, ময়মনসিংহ বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন। এদের ভেতরে ১৭ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছে।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৫০ হাজার ৬৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

কালের আলো/এনএল/বিএমএফ