শেখ হাসিনা জনগণকে স্বপ্ন দেখিয়েছেন এবং পূরণ করেছেন: মোহিত উর রহমান শান্ত
প্রকাশিতঃ 11:50 pm | January 08, 2018
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত বলেছেন, শেখ হাসিনা জনগণকে স্বপ্ন দেখিয়েছেন এবং স্বপ্ন পূরণ করেছেন। শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের স্বার্থ জড়িত। তাই তাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। আর এজন্য ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সোমবার বিকেলে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে জেলা ছাত্রলীগের একাংশ আয়োজিত ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।
শান্ত বলেন, ছাত্রলীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশের ইতিহাস। ছাত্রলীগ ইতিহাস গড়ে। যে ছাত্রলীগ করেনি সে নেতৃত্ব ভোগ করতে পারে না।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ সব্যসাচীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য গোলাম ফেরদৌস জিল্লু, জেলা যুবলীগ নেতা শাহরিয়ার মোঃ রাহাত খান, রফিকুল ইসলাম পিন্টু, আখেরুল ইমাম সোহাগ, মহানগর যুবলীগের রাসেল পাঠান, শ্রমিক লীগের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ আওলাদ হোসেন, শ্রমিক লীগ নেতা আবুল খায়ের চৌধুরী, গৌতম এষ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোফাখখার হোসেন খোকন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রাজ্জাক ঊষাণ, ফাতেমা তুজ জোহরা পিয়া প্রমুখ।
এর আগে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে শতশত নেতা-কর্মী খন্ডখন্ড মিছিলে প্লেকার্ড-ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেন।
তবে এ ছাত্র সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিবের কোন অনুমতি নেয়া হয়নি বলে জানিয়েছেন তাঁর অনুসারীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই রকিব দলীয় নেতা-কর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।