প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাস্থের নতুন ডিজির বৈঠক

প্রকাশিতঃ 3:45 pm | October 12, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান করোনা পরিস্থিতি ও স্বাস্থ্যের সার্বিক বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়।

রোববার(১১ অক্টোবর) গণভবনে অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে ডেকে কয়েকটি বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ২৩ জুলাই ২০২০ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রীর সাথে এটাই তার প্রথম সাক্ষাত।

গণভবন সূত্রে জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার ব্যাপারে বেশকিছু নির্দেশনা দিয়েছেন। এছাড়া হাসপাতালের ব্যবস্থাপনা সচল রাখা ও করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুত থাকতে স্বাস্থ্যের ডিজিকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ওই বৈঠকে করোনার ভ্যাকসিন আনার বিষয়ে স্বাস্থ্যের ডিজিকে নির্দেশনা দেয়া হয়। এছাড়া অন্যান্য চিকিৎসা কার্যক্রম যেন ব্যাহত না হয় সে ব্যাপারেও সজাগ থকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

জনগণ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়টা দেখভাল করা এবং গ্রামপর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যখাতে যেন অনিয়ম-অপচয় না হয় সে ব্যাপারে নজরদারি বাড়ানোর পরামর্শ দেয়া হয় ওই বৈঠকে।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সাথে দেখা করা কথা ছিল। কিন্তু একনেকের বৈঠক এবং অন্যান্য জরুরি কাজের জন্য প্রধানমন্ত্রী স্বাস্থ্যের ডিজির সঙ্গে দেখা করেননি। প্রধানমন্ত্রীর কর্যালয়ের কর্মকর্তারা তখন জানান, পরবর্তীতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় জানানো হবে। এরপর গতকাল (১১ অক্টোবর) প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সাক্ষাত করেন।

কালের আলো/এসবি/এমএম