৮ অতিরিক্ত এসপিকে বদলি
প্রকাশিতঃ 6:41 pm | August 10, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৮ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
বদলি করা কর্মকর্তারা হলেন- পিটিসি টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল মাবুদকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) পদে, নওগাঁ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিকে পিবিআই ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সদর দফতরের (৮ম এপিবিএন উত্তরায় সংযুক্ত) এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনজুর আহমেদ সিদ্দিকীকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার (দারফুর সুদান মিশন থেকে প্রত্যাগত) মুহা. মতিউর রহমান সিদ্দিকীকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার, এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন মজুমদারকে নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার।
এছাড়া ১২ এপিবিএন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মুহা. মাহাবুবুর রহমানকে এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার ও নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহরিয়ার আলমকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
কালের আলো/ওএইচ