ময়মনসিংহে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত
প্রকাশিতঃ 9:02 pm | August 10, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ময়মনসিংহে চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে নগরীর টাউনহলের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বঙ্গবন্ধু পরিষদ ও বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ জেলা শাখা যৌথভাবে এ প্রতিযোগীতার আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা আ’লীগ নেতা কাজী আজাদ জাহান শামীম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক কবি মাহমুদ আল মামুন, বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সরকার, মহানগর সভাপতি অধ্যক্ষ লায়ন মনিরুজ্জামান মিন্টু, আ’লীগ নেতা ইকবাল হোসেন, বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলার কার্যনির্বাহী সদস্য এড. শাহীন বেগম প্রমুখ।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেশ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।
কালের আলো/ওএইচ