দুই বন্ধুর স্মরণে ছাত্রলীগ নেতা আরিফের প্রয়াস : হাসান-পল্টুকে স্মরণ করলো ময়মনসিংহ

প্রকাশিতঃ 2:40 am | August 11, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মনি সিংহ রায়কে (২৪) নিয়েই জীবন প্রদীপ নিভে গেছে স্বামী অভিজিৎ সিংহ রায় পল্টু’র (৩০)। সবার প্রিয় পল্টু সম্পৃক্ত ছিলেন মহানগর কৃষক লীগের রাজনীতিতে। একই দুর্ঘটনায় চিরতরে বিদায় নিয়েছেন মফিজ হোসেন হাসান।

ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় প্রাণে বেঁচে গেছেন শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ ও সঞ্জীব সিংহ রায়। মাস চারেক আগের ঘটনা এটি। প্রিয় বন্ধুদের হারিয়ে এখনো আনমনে ঢুকরে কাঁদেন হার্টথ্রুব ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন আরিফ।

অকাল প্রয়াত দুই বন্ধুকে ঠিকই ব্যতিক্রমী এক উদ্যোগের মাধ্যমে স্মরণ করেছেন মেধাবী এই ছাত্রনেতা। মাসব্যাপী হাসান-পল্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে গোটা ময়মনসিংহ তাদের স্মরণ করেছে।

শুক্রবার (১০ আগষ্ট) বিকেলে শহরের ব্রক্ষপত্র নদের কাঁচারিঘাটের জেগে ওঠা বালুচরে এই ফুটবল টুর্নামেন্টে ওল্ড টাইগার্স ২-০ গোলে ফুটন্ত গোলাপকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বিজয়ী দলের পক্ষে মোস্তফা ও আরিফ গোল দুইটি করেন।

বৃহত্তর ময়মনসিংহের কৃতি মানব, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্পোর্টিং ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে গত ৬ জুলাই থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে শহরের ৪০ টি ফুটবল টিম অংশগ্রহণ করে।

ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ পৌরসভার মেয়র ও মহানগর আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা মো: ইকরামুল হক টিটু।

ময়মনসিংহ শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল মিন্টু, শেখ মাসুম, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম রায়হান, সহ-সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

পরে টুর্নামেন্টের বিজয়ী দলের হাতে ৩২ ইঞ্চি এলইডি ও রানার্সআপ দলকে একটি খাসি উপহার দেওয়া হয়।

এদিকে, এ টুর্নামেন্ট উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করে ময়মনসিংহের অন্যতম রক্তদাতাদের সংগঠন ‘ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি’।

কালের আলো/ওএইচ/এএ