কক্সবাজারের রামুতে বার্মিজ ইয়াবাসহ আটক ২

প্রকাশিতঃ 11:37 am | October 27, 2020

কালের আলো সংবাদদাতা:

কক্সবাজার জেলার রামু উপজেলার ৯নং খুনিয়াপালং ইউপি’র রেজুখাল যৌথ চেকপোষ্টে অভিযান চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার(২৬ অক্টোবর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) রেজুখাল যৌথ চেকপোষ্ট নামক স্থানে হ্নীলা হতে কক্সবাজারগামী সিএনজি তল্লাশীকালীন সিএনজি’র নীচে কালো কসটেপ দ্বারা মোড়ানো চুম্বকের সাহায্যে অতিকৌশলে লুকায়িত অবস্থায় থাকা এসব মাদক উদ্ধার করে।

এ সময় মোঃ আবুল হোসেন ও মোঃ জাবের হোসেন নামে দুই জনকে আটক করে বিজিবি।

বিজিবি জানায়, আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য- ৩৫ লাখ ১ লাখ ৫০০ টাকা। আটককৃত মালামালসহ আসামীদেরকে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

কালের আলো/এসআর/এমএইচএ