সমকাল সম্পাদকের মৃত্যুতে আইজিপি’র শোক
প্রকাশিতঃ 12:38 am | August 14, 2018
সিনিয়র প্রতিবেদক, কালের আলো:
দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী।
সোমবার রাতে শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আইজিপি বলেন, ‘বরেণ্য সাংবাদিক দৈনিক সমকাল সম্পাদক জনাব গোলাম সারওয়ার এর পরলোক গমনে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’
এছাড়াও শোক প্রকাশ করে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, ‘প্রবীণ সাংবাদিক দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এর পরলোক গমন জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। সংবাদ অঙ্গনে আমরা এক উজ্জ্বল বাতিঘরকে হারালাম। আমরা মরহুমের বিদেহী আত্নার মাখফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার রাত ৯টা ২৫ মিনিটে গোলাম সারওয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর, আগে সোমবার বিকেল ৫টায় সমকাল সম্পাদকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
উন্নত চিকিৎসার জন্য গত ৩ আগস্ট মধ্যরাতে সমকাল সম্পাদককে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরদিন সকালে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। নিউমোনিয়া সংক্রমণ হ্রাসের পাশাপাশি ফুসফুসে জমে থাকা পানিও কমে গিয়েছিল। হার্টও স্বাভাবিকভাবে কাজ করছিল। কিন্তু রোববার হঠাৎ করে তার রক্তচাপ কমে যায়। কিডনিও স্বাভাবিকভাবে কাজ করছিল না। এ অবস্থায় সোমবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এর আগে গত ২৯ জুলাই মধ্যরাতে গোলাম সারওয়ার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।
কালের আলো/ওএইচ/এএ