আমরা জয়ের জন্য ক্ষুধার্ত : জামাল ভূঁইয়া
প্রকাশিতঃ 9:02 pm | November 02, 2020
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
কোচ জেমি ডে এবং অধিনায়ক জামাল ভূঁইয়া ক্যাম্পে যোগ দেয়ার আগেই স্থানীয় সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার বলেছিলেন, ‘খেলোয়াড়দের ম্যাচ ফিটনেসে অনেক ঘাটতি আছে।’
সোমবার নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রাকটিস ম্যাচ খেলার পর অধিনায়ক জামাল ভূঁইয়াও বললেন তাদের প্র্যাকটিস ঘাটতির কথা। সকালে অনুশীলনের পর জাতীয় দলের অধিনায়ক বলেছেন, তাদের ফিটনেস ফিরিয়ে আনতে আরও অনেক পরিশ্রম করতে হবে।
জামাল ভূঁইয়া মিডিয়া ব্রিফিংয়ে বলেন, ‘সত্যি কথা হলো টিমটা পুরোপুরি ফিট না। আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি। অনেকের সমস্যা আছে। আমাদের অনেক পরিশ্রম করতে হবে। আরও রানিং করতে হবে, তারপর ফিটনেস আসবে। অনেকদিন পর অনুশীলন করছি। অনেকেই পুরোপুরি ফিট নন। বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা তুলনামূলকভাবে ভালো ফিট। অন্যরা সামনের দিনগুলোতে ফিট হয়ে উঠবে।’
আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ১৭ নভেম্বর। হাতে সময় বেশি নেই নিজেদের গুছিয়ে নেয়ার জন্য। তবে এই স্বল্প সময়ের মধ্যে ফিটনেস ফিরিয়ে আনার কথা বলেছেন অধিনায়ক, ‘ফিটনেসসহ সব দিকেই আমাদের ভালো করতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। তা না হলে আমাদের পারফরম্যান্স ভালো হবে না। সমস্যা হবে।’
অনুশীলনের সময় স্বল্পতা এবং ফিটনেসের ঘাটতি থাকার পরও জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘আমরা জয়ের জন্য ক্ষুধার্ত। আমরা নেপালের কাছে সর্বশেষ দুইবার হেরেছি-সেটাই সবাই বলছে। বিষয়টা খেলোয়াড়দের মাথায়ও আছে। তাই সবাই জিততে চায়। আমাদের জিততেই হবে।’
প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিককে নিয়ে আশাবাদী জামাল বলেছেন, ‘সে দলে নতুন। দলে যোগ দেয়ায় তার আত্মবিশ্বাস বাড়াবে। অনুশীলনে ভালো করছে তারিক।’
কালের আলো/ডিএস/পিএসকে