উখিয়ায় ৪০ হাজার বার্মিজ ইয়াবাসহ আটক ১

প্রকাশিতঃ 5:29 pm | November 07, 2020

কালের আলো সংবাদদাতা:

কক্সবাজার জেলার উখিয়া থেকে ৪০ হাজার ইয়াবাসহ মোঃ ফয়সাল নামে এক জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর কক্সবাজার রিজিয়নের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপি।

শনিবার(০৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপি’র একটি চৌকস আভিযানিক টহলদল কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৫নং পালংখালী ইউপি’র ঘাটিবিল নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে একজন ব্যক্তিকে সীমান্ত হতে পায়ে হেটে উখিয়ার দিকে আসতে দেখে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে।

এ সময় আসামী মোঃ ফয়সালের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতরে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের আনুমানিক ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। আটককৃত আসামীকে ইয়াবাসহ উখিয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

কালের আলো/এসআর/এমএইচএ