রানওয়ে থেকে ছিটকে পড়লো প্লেন, আহত অনেক
প্রকাশিতঃ 2:53 pm | August 17, 2018
বিশ্ব ডেস্ক, কালের আলো:
ফিলিপাইনের মেনিলা বিমানবন্দরে হঠাৎ চাকা আটকে গিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে গেছে চীনের একটি প্লেন। এতে প্লেনের ১৫৭ জন যাত্রী ও আটজন ক্রু’র মধ্যে অনেকেই আহত হয়েছেন।
শুক্রবার (১৭ আগস্ট) ফিলিপাইনের সরকারি কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, আহত যাত্রী ও ক্রুদের জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেনিলা বিমানবন্দরের জেনারেল ম্যানেজার এড মনরিয়াল সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনায় কয়েকজন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাকিদের জিয়ামেন এয়ার ফ্লাইট ৮৬৬৭ এ নির্ধারণ করে রাখা হয়েছে। এখন তাদের একটি বিমানবন্দর হোটেলে রেস্ট নেওয়ার জন্য বলা হয়েছে। সেখানে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেছেন আমাদের কর্মীরা।
বিমানবন্দরের আরেক কর্মকর্তা বলেন, চীনের উপকূলীয় শহর জিয়ামেন থেকে বোয়িং ৭৩৭ প্লেনটি কঠোর অবতরণ করে। এসময় হঠাৎ রানওয়েতে চাকা আটকে যায় এবং সঙ্গে সঙ্গে প্লেনটি বাম দিকে ছিটকে পড়ে যায়।
এদিকে, তদন্তকারী কর্মকর্তারা এ দুর্ঘটনার কারণ উদঘাটনে কাজ শুরু করে দিয়েছে।
কালের আলো/ওএইচ