রাজাপুরে ২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহতদের স্মরণে আলোচনা
প্রকাশিতঃ 7:09 pm | August 21, 2018
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা:
ঝালকাঠির রাজাপুরে ভয়াল ২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক অসহায় ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ রাজাপুর উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের অয়োজনে ২১ আগস্ট দুপুরে মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রে আলোচনা সভা ও চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠাঁলিয়া) আসনের জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজাপুর প্রেস ক্লাব সাবেক সভাপতি আব্দুল বারেক ফরাজী,মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ-আলম নান্নু, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সদস্য টি আই রানা,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাতুব্বর, উপজেলা আ,লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন মাসুদ সিকদার ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ যুগ্ন সাধারন সম্পাদক মো:জাকির হোসেন, নজরুল ইসলাম স্বপন তালুকদার,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইউসুব সিকদার,শেখ রাসেল রাজাপুর উপজেলা শাখার সভাপতি মো:জামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং শেখ রাসেল রাজাপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো:সাইফুজ্জামান রুবেল প্রমুখ।
আলোচনা শেষে ৮ জন অসহায় ও দুঃস্থদের মাঝে মোট ৮ লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক জালাল আহমেদ।
কালের আলো/ওএইচ