মানুষের বাড়ি ফেরা নিশ্চিত করতে রাত-দিন দায়িত্ব পালন করছে পুলিশ : আইজিপি
প্রকাশিতঃ 8:18 pm | August 21, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঈদ উপলক্ষে গৃহীত পর্যাপ্ত ব্যবস্থার সুফল ঘরমুখো মানুষ পেতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।
তিনি বলেন, ‘রাস্তায় তেমন উল্লেখযোগ্য যানজট পরিলক্ষিত হয়নি। ফলে মানুষ রাস্তায় ভোগান্তি ও নাকালের মুখোমুখি হয়নি। পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে জনগণের বাড়ি ফেরা নিশ্চিত করতে রাত-দিন দায়িত্ব পালন করছে। এই প্রচন্ড গরমের মাঝে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সকল পর্যায়ের পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজে করে যাচ্ছে।
মঙ্গলবার (২১ আগষ্ট) বিকেলে গাজীপুর চৌরাস্তা-চন্দ্রা সড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘মাওয়া ফেরী ঘাটে প্রাকৃতিক কারণে ফেরি চলাচলে কিছুটা বিঘ্ন হওয়ায় যাত্রীরা দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। তবে প্রাকৃতিক এই সমস্যা থেকে উত্তরণের জন্য সকলে কাজ করে যাচ্ছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদকে সামনে রেখে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াতের জন্য সড়ক, রেল ও নৌ পথে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
আমরা যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি পরিবহনের নিরাপত্তাও নিশ্চিত করেছি। মহাসড়কে বড় ধরণের কোনো সমস্যা নেই, যানজট নেই। মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারছেন।
কালের আলো/এসসি/এএ