কালের আলো’র পক্ষ থেকে সবাইকে ‘ঈদ মোবারক’
প্রকাশিতঃ 1:06 pm | August 22, 2018
কালের আলো ডেস্ক:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম কালের আলো’র পক্ষ থেকে সকল পাঠক-পাঠিকা, বিজ্ঞাপন দাতা ও সকল কর্মকর্তা কর্মচারীকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’৷
পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি৷ বছরের প্রতিটি দিন ঈদের দিনের ন্যায় আনন্দময় হোক। এই শুভ প্রত্যয় আবারও ঈদ মোবারক৷
বুধবার এক শুভেচ্ছা বার্তায় কালের আলো’র সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শামসুল আলম খান বলেছেন, আজ পবিত্র ঈদুল আযহা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশের প্রতিটি মুসলমান উদযাপন করছেন এ ধর্মীয় উৎসব। ঈদুল আযহা শুধু পশু কোরবানির আনুষ্ঠানিকতাই নয়, এ ঈদ সমগ্র বিশ্বে মুসলমানদের ত্যাগ, আত্মসমর্পণ ও আত্মোপলব্ধির শিক্ষা দেয়। পবিত্র এই দিনে কালের আলো’র পক্ষ হতে লেখক, পাঠক, সাংবাদিক, বিজ্ঞাপন দাতা, কলাকৌশলিসহ সমাজের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
তিনি জানান, কালের আলো হাঁটি হাঁটি পা পা করে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছে। আপসহীন সংবাদ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে আলোচিত এই গণমাধ্যমটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে একদল তরুণ। এই ঈদ তাদের জীবনে বয়ে অনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি। সেই সঙ্গে এই কোরবানির শিক্ষা নিজের জীবনে ধারণ করে ইসলামের সঠিক পথে জীবন পরিচালিত হোক এই কামনা করেন তিনি।
শুভেচ্ছা বার্তায় আগামী দিনগুলোতে পাঠক-পাঠিকাসহ সবাই কালের আলো’র পাশে থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কালের আলো/ওএইচ